শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

sheikh-hasina-5122024-66462645
শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতোমধ্যে তার যেসব বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, তা সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

See also  সঠিক ভোটার তালিকা প্রণয়নে ‘আপগ্রেড’ চায় বিএনপি

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট শাখায় আবেদন করে প্রসিকিউশন টিম।

কয়েকদিন ধরে সামাজিক যোগোযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটূক্তি করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। তা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রসিকিউশন বলছে, যে সমস্ত ‘হেট স্পিচ’ দেওয়া হচ্ছে, তা বন্ধেই এ আবেদন।

See also  বাংলাদেশকে শক্তিহীন ও দুর্বল ভাবার কোন সুযোগ নেই: আইন উপদেষ্টা

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালের ৭ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি সব ধরনের গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর ২২ আগস্ট এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *