আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

chandan-5122024-656563

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা।

See also  সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বিরুদ্ধে দুদকের মামলা

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া বলেন, চট্টগ্রাম থেকে রওনা হয়ে গতকাল রাত সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে নামেন চন্দন। তার শ্বশুরবাড়ি ভৈরবের মেথরপট্টিতে। ট্রেন থেকে নেমে তিনি স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। তার ইচ্ছে ছিল, রাত গভীর হলে শ্বশুরবাড়িতে আশ্রয় নেবেন। তবে, তার আগেই আমরা তাকে গ্রেপ্তার করি। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

এর আগে, গত ২৬ নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি চন্দন। এ মামলায় পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করলেও ঘটনার পর থেকে পলাতক ছিলেন চন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *