মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু মিয়া (৪৭) নিহত হয়েছেন। এতে পাঁচ জন আহত হয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষ হয়। নিহত লাভলু মিয়া ঘিওরের কুস্তা এলাকায় হালিম মিয়ার ছেলে। তিনি প্রবাসে কর্মরত ছিলেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আলম বলেন, লাভলু মিয়ার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।