চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলী‌গের নেতা গ্রেফতার

ctg17122024_46754

চট্টগ্রামে রিয়াজ উদ্দিন সিকদার (৩০) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিয়াজ চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন মনেয়াবাদ পুরান গড় গ্রামের নুরুল ইসলাম সিকদারের ছেলে।

See also  সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বিরুদ্ধে দুদকের মামলা

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বহদ্দারহাট এলাকা থেকে রিয়াজ উদ্দিন সিকদার নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রিয়াজ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগে হত্যা ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *