দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের রাজনীতির অধিকার নেই: ইশরাক

eshra-7122024-534756

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘‘আন্দোলন, সংগ্রাম ও লড়াইয়ের পর আমরা স্বাধীনতা ফিরে পেলেও পতিত স্বৈরশাসকের নির্দেশে তার দোসররা দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করার অপচেষ্টা করছে। যারা বিদেশিদের পরামর্শে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তারা আমাদের দেশের নাগরিক কি না তা নিয়ে দেশবাসীর মনে প্রশ্ন জেগেছে।’’

See also  আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

তিনি বলেন, ‘‘যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। ক্ষমতার মসনদ জোর করে টিকিয়ে রাখতে এই আওয়ামী লীগ দুই হাজার ছাত্রজনতাকে হত্যা করেছে। এই হত্যার বিচার না হলে ভবিষ্যতে এরা আবারো দেশের মানুষের রক্ত চুষে নেবে।’’

See also  বিএনপির কিছু নেতাকর্মীর কাজকর্ম সাধারণ মানুষের অপছন্দ: তারেক রহমান

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরা আরকেআরএম উচ্চ বিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *