হেড ও সিরাজকে শাস্তি দিলো: আইসিসি

aus12102024_48457

মোহাম্মদ সিরাজ ও ট্রাভিস হেড যে শাস্তি পাবেন, তা ছিল অনুমিতই। অ্যাডিলেইড টেস্টে বাক্যবাণে একে অপরকে বিধ্বস্ত করে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তি পেলেন দুজনই।

ভারতীয় পেসার সিরাজকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। ডানহাতি পেসারের নামের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করে দিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

অন্যদিকে হেডকে জরিমানা করা হয়নি। অসি টপঅর্ডার ব্যাটারকে তিরস্কার করেই ছেড়ে দিয়েছে আইসিসি। মারকুটে ব্যাটারের নামের পাশেও একটি ডিমেরিট পয়েন্ট লিখে দিয়েছে সংস্থাটি।

গেল ২৪ মাসে প্রথম শাস্তি পেলেন হেড ও সিরাজ। দুজনই দায় স্বীকার করে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের দেওয়া রায় মেনে নেওয়ায় এখানেই ঘটনার নিষ্পত্তি হয়েছে।

See also  ১৭ বছর পর ফিফ বিশ্ব একাদশ থেকে বাদ পড়লেন মেসি

কী কারণে তাদেরকে শাস্তি দিলো আইসিসি, জেনে আসা যাক-
অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ঘটনা। সিরাজকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত সংগ্রহ ১৪০ রানে নিয়ে যান অস্ট্রেলিয়ান বাঁহাতি ব্যাটার হেড। পরের বলে দুর্দান্ত এক ইয়র্কার দিয়ে হেডকে বোল্ড করেন সিরাজ।

আগের বলে ছক্কা হজম করায় হেডের আউটকে প্রতিশোধ হিসেবেই নেন সিরাজ। আক্রমণাত্মক হয়েই উদযাপন করেন ভারতীয় পেসার। ড্রেসিংরুমে ফেরার সময় সিরাজকে লক্ষ্য করে কিছু একটা বলতে দেখা যায় হেডকে।

হেডের মন্তব্যের জেরে দু-চোখ ছানাবড়া করে তাকান সিরাজ। তিনিও পাল্টা বাক্যবাণ ছুঁড়ে দেন অসি ক্রিকেটারের দিকে। স্পর্শ ইঙ্গিত করে তাকে ড্রেসিংরুমে ফেরত যেতে বলেন। কিন্তু হেড আসলে কী বলেছেন, তা স্টাম্পের মাইক্রোফোনে ধরা পড়েনি।

See also  ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আলোচিত ওই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে হেডকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি তাকে মজা করে বলেছিলাম, ভালো বল করেছ। কিন্তু সে অন্য কিছু মনে করেছে। সে যখন আমাকে ড্রেসিংরুমের দিকে চলে যাওয়ার ইঙ্গিত করেছে, তখন আমি কিছু কথা শুনিয়েছি। তবে পুরো বিষয় যেভাবে প্রকাশ হলো, তাতে আমি কিছুটা হতাশ।’

কিন্তু সিরাজের দাবি, হেড মিথ্যাচার করেছে। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় পেসার বলেন, ‘আমি ভালো বল করেছি, সংবাদ সম্মেলনে বলা তার (হেডের) এই কথা পুরোপুরি মিথ্যা। টিভিতে দেখলেই বুঝবেন, সে আসলে কী বলেছিল। আমি শুধু উদযাপন করেছিলাম। কিন্তু সে আমাকে প্রথমে গালিগালাজ করে। আপনি গিয়ে টিভিতে আবার হাইলাইটস দেখতে পারেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *