আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

kalihati-9122024-232363231

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে বিএন‌পির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম আহত হয়েছেন। রবিবার (৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেন‌জির আহমেদ টিটুর সঙ্গে কেন্দ্রীয় বিএনপির সদস্য লুৎফর রহমান মতিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।

See also  নরসিংদীতে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম আহত হয়েছেন। তিনি বেন‌জির আহমেদ টিটুর সমর্থক।

কা‌লিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *